বিনোদন
পাল্টা জবাব
বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারসুসময় পার করছেন টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। কিন্তু বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না। সম্প্রতি তিনি জড়িয়েছেন ফ্ল্যাট কেলেঙ্কারি মামলায়। তবে ঝড়ে পড়ে যাওয়ার পাত্র নন তিনি। জানিয়ে দিলেন নিজেই হচ্ছেন ‘ঝড়’।
গত মঙ্গলবার টানা ৬ ঘণ্টা ইডি’র জেরার মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। কিন্তু এবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে সে সবের পাল্টা জবাব দিলেন নুসরাত। জানিয়ে দিলেন যে, যত ঝড়-ঝাপ্টাই আসুক না কেন, তিনি ঠিক মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবেন। ফ্ল্যাট বিতর্কের পর অনেকেই আঙ্গুল তুলেছেন নুসরাতের দিকে। তাদের উদ্দেশ্যে অভিনেত্রী লিখেন, ওরা ফিসফিস করে বলেছিল, ঝড় এলে তুমি উড়ে যাবে। কিন্তু ওদের কাছে পাল্টা উত্তর গেল, আমিই ঝড়। এর আগে গত শনিবার লিখেন, সত্যি চিরন্তন, অপরিবর্তিত। যদিও পরিস্থিতি নির্বিশেষে তাতে রং চড়িয়ে বিকৃত করার চেষ্টা চলে বিভিন্ন সময়ে। তবে সত্যিটা ঠিক সামনে আসবেই। আর যারা এই সত্যিটা বোঝেন না, তারা ঠিক একদিন ধ্বংস হবেই।