বিনোদন
মঞ্চে ‘রায়মঙ্গল’
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারসুমন মজুমদারের উপন্যাস অবলম্বনে মঞ্চে আসছে অনুস্বর নাট্যদলের নাটক ‘রায়মঙ্গল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটির মঞ্চায়ন হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অনুস্বর নাট্যদলের সংগঠক ও নির্দেশক সাইফ সুমন। এটি দলের ৮তম প্রযোজনা। প্রকৃতি-মাটি-শ্বাপদের সঙ্গে কখনো লড়াই, কখনো প্রেম, এমন কতো বৈচিত্র্যের ধারাহিকতায় মানুষ টিকে যায়। মানুষের টিকে থাকার সংগ্রামকে অবলম্বন করে এগিয়ে যায় নাটকের গল্প।