বিশ্বজমিন
‘পশ্চিমা বিশ্ব মানেই খারাপ’ এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৮:০২ অপরাহ্ন

‘পশ্চিমা বিশ্ব মানেই খারাপ’ এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মালায়ালাম নিউজ চ্যানেল এশিয়ানেটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তবে তিনি পশ্চিমাদের হয়ে ‘ব্যাটিং’ করছেন না বলেও স্পষ্ট করে জানিয়েছেন জয়শঙ্কর। এ খবর দিয়েছে দ্য হিন্দু।
খবরে বলা হয়, সাক্ষাৎকারে এস জয়শঙ্কর বলেন যে- পশ্চিমা বিশ্ব খারাপ নয়। কারণ তারা এশিয়া ও আফ্রিকার বাজারে বিপুল পরিমাণ পণ্য এনে ভাসিয়ে দিচ্ছে না। তাই পশ্চিমারা উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে এমন নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসা উচিত এবার। বর্তমানে বিশ্ব পরিস্থিতি জটিল হয়ে গেছে এবং সেই সঙ্গে সমস্যাগুলো আরও জটিল হয়ে গেছে।
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কেন আসেননি এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি আসেননি কারণ তারা ভারতকে গ্লোবাল সাউথের নেতৃত্বে দেখতে চায় না। সাক্ষাৎকারে চীনের বাণিজ্যনীতি নিয়েও পরোক্ষভাবে কটাক্ষ করেছেন জয়শঙ্কর। তিনি দাবি করেন, বিগত ১৫-২০ বছরে বিশ্বায়নের বৈষম্যের জন্য বিভিন্ন দেশের পণ্য, উৎপাদন ও কর্মসংস্থান চাপের মুখে পড়েছে, কারণ সেসব দেশের বাজার সস্তা পণ্যে ভরে যাচ্ছে।
চন্দ্রযান-৩ এবং করোনা মহামারির সময় ভ্যাকসিন উৎপাদনের সাফল্যের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বিগত কয়েক বছরে ভারত যেভাবে উৎপাদন ও বিজ্ঞান ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে, তা আফ্রিকান ইউনিয়নসহ গ্লোবাল সাউথের মধ্যে একটা ধারণা তৈরি করেছে যে- আমাদের মধ্যে কেউ একজন উঠে দাঁড়ালে সকলেরই উন্নয়ন ও অগ্রগতি সম্ভব।
।মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ১৫ এমপির চিঠি/ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]