বিশ্বজমিন
নিপাহ ভাইরাস নিয়ে সতর্কতা
কোজিকোড়িতে কেন্দ্রীয় অনুসন্ধান দল
মানবজমিন ডেস্ক
(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

নিপাহ ভাইরাস সংক্রমণ ভাবিয়ে তুলেছে ভারতের কেরালা রাজ্যকে। এরই মধ্যে মহামারি বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন। তারা বলেছেন, নিপাহ ভাইরাসের বাংলাদেশি স্ট্রেইনে সংক্রমিত ১০ জনের মধ্যে ৯ জনই মারা যেতে পারেন। এমনকি বলা হয়েছে, করোনা ভাইরাসের চেয়ে ভয়াবহ এই ভাইরাস, প্রাণঘাতীও। ফলে রাজ্যের স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। আজ সোমবার থেকে সব ক্লাস অনলাইনে চলার কথা। ঘটনার গুরুত্ব বুঝে ভারত সরকারের ডিপার্টমেনন্ট অব এনিম্যাল হাসব্যান্ড্রি অ্যান্ড ডেইরিং (ডিএএইচডি)-এর চার সদস্যের কেন্দ্রীয় একটি টিমকে পাঠানো হয়েছে রাজ্যের কোজিকোড়িতে।
সেখানে সোমবার থেকে বুধবার পর্যন্ত তারা মাঠপর্যায়ে এই ভাইরাসের বিস্তার নিয়ে অনুসন্ধান করবেন। রোববার রাতেই ওই টিমের পৌঁছার কথা। এতে আছেন জাতীয় পশুসম্পদ মিশনের জয়েন্ট কমিশনার এইচআর খান্না, পশু স্বাস্থ্য বিষয়ক জয়েন্ট কমিশনার বিজয় কুমার তেওতিয়া, আইসিএআর-ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি ডিজিজেস, ভুপাল এবং রিজিয়নাল ডিডিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি, ব্যাঙ্গালোরের একজন করে বিশেষজ্ঞ।
সতর্কতার অংশ হিসেবে ওই টিমকে প্রতিদিন রিপোর্ট পাঠাতে নির্দেশনা দিয়েছে ডিএএইচডি। স্টেট ইনস্টিটিউট ফর এনিম্যাল ডিজিজেস (এসআইএডি), প্যালোড়ের একটি টিমের সঙ্গে যুক্ত হওয়ার কথা কেন্দ্রীয় ওই টিমের।