কলকাতা কথকতা
সৌরভ ধান্দাবাজ-অর্থপিশাচ, কেন বললেন বিজেপি নেতা শুভেন্দু
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

ব্যাপারটা অনেকটা আঙ্গুরফল টক গোছের মনে হতে পারে। বিজেপিতে সৌরভকে নিতে চেয়েছিলেন অমিত শাহ অ্যান্ড কোম্পানি। মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলায় বিজেপির মুখ করতে চেয়েছিলেন। সেই সৌরভ স্পেনের মাদ্রিদে মমতা বন্দোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা করার কথা ঘোষণা করলেন।
মমতা সরকারের তারিফ করে বললেন, মাত্র পাঁচ মাসের মধ্যে তিনি জমি ও অনুমতি পেয়েছেন। শুভেন্দু অধিকারী এই বিষয়টিকেই আক্রমণের লক্ষ্য করেছেন। উত্তর চব্বিশ পরগনার সোদপুরে একটি গণেশ পূজার উদ্বোধন করতে এসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সৌরভ বড় ক্রিকেটার। তার খেলার অবদানের কথা মাথায় রেখেও বলছি, তিনি একজন বড় ধান্দাবাজ, অর্থপিশাচ। যেখানে টাকার গন্ধ সেখানে সৌরভ আছেন। শালবনির ইস্পাত কারখানা আসলে একটি ঢোপের চপ। ওখানে কোনোদিনও ইস্পাত ফ্যাক্টরি হবে না।
শুভেন্দু সৌরভের অতীতের ট্র্যাকরেকর্ড সম্পর্কে বলেন, বামফ্রন্ট সরকারের জমানায় নিউ টাউনে সৌরভ একটা জমি পেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য্য ও অশোক ভট্টাচার্য্যর চেষ্টায়।