ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তানে নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা

মানবজমিন ডেস্ক

(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

mzamin

পাকিস্তানে নতুন প্রধান বিচারপতি হিসেবে রোববার শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ইসা। দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার, সেনাপ্রধান জেনারেল অসিম মুনির, সিনেটরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং সরকারের ও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের অনুষ্ঠানে মঞ্চে স্ত্রী সারিনা ইসাকে ডেকে নেন প্রধান বিচারপতি। তার পাশে স্ত্রীকে রেখে শপথবাক্য পাঠ করেন কাজী ফয়েজ ইসা। এর মধ্য দিয়ে বিদায়ী প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের স্থলাভিষিক্ত হলেন কাজী ফয়েজ। 

তবে তার মেয়াদ হবে সংক্ষিপ্ত। আগামী বছর ২৫শে অক্টোবর তার অবসরে যাওয়ার কথা। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন ২০১৪ সালের ৫ই সেপ্টেম্বর। তিনি একজন সিনিয়র বিচারপতি হওয়া সত্ত্বেও গত তিন বছর তাকে কোনো সাংবিধানিক মামলা পরিচালনা করতে দেয়া হয়নি। এর কারণ, ২০১৯ সালে তার বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স দাখিল করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। 
নবনিয়োজিত এই প্রধান বিচারপতির জন্ম কোয়েটায় ১৯৫৯ সালের ২৬ শে অক্টোবর।

বিজ্ঞাপন
তার পিতা প্রয়াত কাজী মোহাম্মদ ইসা ছিলেন পাকিস্তান মুভমেন্টের একজন প্রথম সারির নেতা ও কায়দে আযম মুহাম্মদ আলি জিন্নাহর খুব ঘনিষ্ঠ।

বেলুচিস্তান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তাকে বিচারক হিসেবে নিয়োগ দেয়ার আগে ২৭ বছর ধরে তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাকে ২০১৪ সালের ৫ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একজন বিচারক হিসেবে শপথ পড়ানো হয়। গত ৫ মাস ধরে তিনি শুধুমাত্র চেম্বারের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। 

প্রধান বিচারপতির সুয়োমোটো ক্ষমতা নিয়ে বিদায়ী প্রধান বিচারপতির সঙ্গে তার মতের বিরোধ ছিল। এ কারণে তিনি তার সঙ্গে যেকোনো মামলায় অংশগ্রহণ করা থেকে বিরত থেকেছেন। এ বছর মার্চে বিচারপতি ইসা ও বিচারপতি কাজী আমিনুদ্দিন একটি রুল জারি করেন। তাতে তারা বলেন, অনুচ্ছেদ ১৮৪(৩) ধারার অধীনে সুপ্রিম কোর্ট প্রাকটিস অ্যান্ড প্রসিডিউর অ্যাক্টের অধীনে প্রথমে রায় না দেয়া পর্যন্ত সব মামলা স্থগিত থাকবে। 

বিচারপতি কাজী ফয়েজ ইসার আইনি পেশা ৪৫ বছরের। বিচারের ক্ষেত্রে রয়েছে তার সমৃদ্ধ অতীত। জুডিশিয়াল নিয়োগের আগে তিনি বেশ কিছু বিষয়ে অবদান রেখেছেন। তার মধ্যে আছে সংবিধান, আইন, ইসলাম, পরিবেশ, পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংলিশ খবর বিষয়ক প্রকাশনা। তিনি এরই মধ্যে প্রাকটিস অ্যান্ড প্রসিডিউর অ্যাক্টের বিরুদ্ধে পিটিশনের শুনানি করতে পূর্ণাঙ্গ কোর্ট গঠনের সিদ্ধান্ত দিয়েছেন। একে নতুন যুগের সূচনা বলে বর্ণনা করেছেন সিনিয়র সাংবাদিক মাজহার আব্বাস। তিনি বলেছেন, শেষ পর্যন্ত প্রাকটিস অ্যান্ড প্রসিডিউর অ্যাক্টের মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে একটি পূর্ণাঙ্গ কোর্ট গঠন করা হলো। এর প্রধান থাকবেন পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা। এর মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো। আইনের শাসন আশা করতে পারেন যেকেউ। আশা করতে পারেন সংবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। সিনেটর মুশাহিদ হোসেন সাঈদ বলেন, তীব্র চাপ ও বিরোধপূর্ণ প্রচারণা সত্ত্বেও বিচারপতি ইসা ছিলেন অবিচল।   
 

পাঠকের মতামত

বিচারপতিরা যদি নীতিনোতিকতা সৎ ত্ত সাধীনচেতা হতে পারেন তবে তারা ইতিহাসের পাতায় দীর্ঘ দিন সাক্ষর রাখতে সক্ষম হবেন। আল্লাহ আমাদের কে সত্য ও ন্যয়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন!!

Ma Haque
১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:২৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি/ কানাডায় বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার আশঙ্কা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status