কলকাতা কথকতা
হায়দরাবাদের দরিদ্র অটো চালকের ছেলে সিরাজ যখন জয়ের নায়ক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩১ অপরাহ্ন

একটা সময়ে অটো চালাতেন মোহাম্মদ সিরাজের বাবা। হায়দরাবাদ এর রাস্তায় চারমিনার থেকে বানজারা হিলস পর্যন্ত সিরাজের বাবার অটো ছুটতো। সেই অটো চালকের ছেলে আজ ভারতের চালকের আসনে। সিরাজের অসামান্য বোলিং এ শ্রীলংকা বিধস্ত হয় ৫০ রানে। কিন্তু, জানেন কি সিরাজের ক্রিকেটার হওয়াই হতোনা বাবার অনুমোদন ছাড়া।
দরিদ্র মুসলিম পরিবারের সন্তান বাবার পেশাতেই আসবে এটাই সঙ্গত ছিল। কিন্তু, ছেলের ক্রিকেট প্রতিভা দেখে সিরাজের বাবা তাকে অটো চালনার পেশায় আনতে চাননি। নবাবের শহরে আরও দুটি বাড়তি ট্রিপ করে তিনি সিরাজ এর খেলার ব্যবস্থা করে দেন। সিরাজ তাঁকে নিরাশ করেনি। ২০১৫ সালে সিরাজ রঞ্জি ট্রফিতে প্রথম জায়গা পায়। এম এল জয়সীমা, আব্বাস আলি বেগ, মোহাম্মদ আজারুদ্দিনের উত্তরসূরী হয় সিরাজ।
পাঠকের মতামত
এভাবেই মুসলিম ভাইদেরকে আল্লাহ রাব্বুল আল আমিন যুগযুগ ধরে ভারতের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য দান করেছেন।
অটো চালক না লিখে, দরিদ্র পরিবারের সন্তান লিখলে ভালো হতো?
হায়দারাবাদের দরিদ্র অটোচালক কথাটি না লিখলে হতো না?
ধন্যবাদ সিৱাজকে
Jeo Siraj..Jeo hajaro saal..what a great man.