প্রথম পাতা
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল তার স্বাস্থ্যের বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী গতকাল মানবজমিনকে জানান। আপাতত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি ভালো আছেন। কবে দেশে ফিরতে পারেন প্রশ্নে তিনি জানান, এটা নির্ভর করছে চিকিৎসার ওপর। কারণ হঠাৎ অসুস্থ হয়ে তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানান, শনিবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মন্ত্রী ঢাকা ছাড়েন। ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে।
পাঠকের মতামত
উনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে লাইনে দাড়িয়ে চিকিৎসা নিতে অনুরোধ করছি। তাহলে উনি বুঝবেন চিকিৎসা ব্যবসৃহা কত উন্নত করেছেন। মফস্বলের কথা বাদ দিলাম।
কাদেরের জন্য বিদেশ সিঙ্গাপুর অনুক্ষণ সারাক্ষণ ছিল আছে। দেশকে ডুবিয়ে অতল গহবরে দিলো তারা দুরাত্মারা, একবারের নয় কয়বারের দুরাত্মা। আর জাতির প্রকৃত মহাত্মনেরা অবৈধের পেষণে নির্যাতনের শিকার। জনগন চায় না তারপরও দন্ড ধরে আছে বিশ্ববেহায়ার জমজ বোন। তার উপর বলে চাইলে আছি না চাইলে নাই। কথার কোন টেক্স নেই। যখন যা মুখে আসে তাই প্রলাপ চলে। সাথে চলে বিরোধীদের উপর অন্যায় নির্যাতন। এ বিশ্বাস রাখি, এত কষ্ট হজমের পরও ধৈর্যশীলদের পাওনা অবধারিত হয়ে আছে।
বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না সরকারের নেতা মন্ত্রী বলছে দেশে ভালো চিকিৎসা আছে।অথচ আওয়ামী লীগ নেতা-মন্ত্রীদের একটু সর্দি কাশি হলে সিঙ্গাপুর যান চিকিৎসা নিতে। আল্লাহর উপর বিচার দিলাম এর বিচার আল্লাহ তাআলা করবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।
Lord give him sense to you
বাংলাদেশের উন্নত চিকিৎসা কাদের গ্রহণ করলো না। কেন বাংলাদেশের ডাক্তার গুলো কি অযোগ্য অপদার্থ?
দেশের চিকিৎসা ব্যবস্থায় যাদের আস্থা নাই, তারা এদেশের নেতা হয় কিভাবে!
দেশমাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। তাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না সরকারের নেতা মন্ত্রী বলছে দেশে ভালো চিকিৎসা আছে।অথচ আওয়ামী লীগ নেতা-মন্ত্রীদের একটু সর্দি কাশি হলে সিঙ্গাপুর যান চিকিৎসা নিতে। আল্লাহর উপর বিচার দিলাম এর বিচার আল্লাহ তাআলা করবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র।
দেশের চিকিতসা রেখে উনি বিদেশে কেন গেলেন?
তিনি অসুস্থ্য থাকলে সু্স্থ্য হোন ! তবে লক্ষ লক্ষ ডেংঙ্গী রুগির অবর্নণিয় কষ্ট পেছনে রেখে গেলেন কিভাবে ? জনগণের সাথে এ সব অন্যায়ের বিচার চাইতে লাগে না।
অথচ অন্যদের বেলায় বলা হয় দেশেই এখন উন্নত চিকিৎসার ব্যবস্থা আছে। নিজের বেলায় নয় কেন?
এক "সিঙ্গাপুর" রেখে আরেক সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেবার কোন প্রয়োজন দেখি না।
আল্লাহ পাক তুমি আমার দেশবাসীর উপর রহম করো
বাংলাদেশ এত উন্নত হয়েছে ত কিছু হইলেই সিংঙ্গাপুরে যাওয়া লাগে কেন?
বাংলাদেশের উন্নত চিকিৎসা কাদের গ্রহণ করলো না। কেন বাংলাদেশের ডাক্তার গুলো কি অযোগ্য অপদার্থ?
2 diner duniate kotona borai, Hayre manush