বিনোদন
১৬ বছর পর
বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
২০০৭ সালে মুক্তি পায় কারিনা কাপুর খান ও শহিদ কাপুর অভিনীত ‘যাব উই মিট’ সিনেমা। সে সময় সিনেমাটি ভারতজুড়ে ব্যাপক সাড়া ফেলে। চলতি বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছিল সিনেমাটি। সে সময় শহিদ ছবির সিক্যুয়েলের সম্ভাবনার কথাও বলেন। সম্প্রতি জোর গুঞ্জন উঠেছে ১৬ বছর পর পর্দায় ফিরতে চলেছে ‘যাব উই মিট ২’ সিনেমা।