খেলা
ব্যালন ডি’অর জিতবেন কে, জানেন এমি মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
মাসের শুরুতে ২০২৩ ব্যালন ডি’অরের মনোনীত ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ পায়। অনুমিতভাবেই সে তালিকায় রয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি। মনোনয়ন পান আর্লিং ব্রট হালান্দ, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমারা। কাতার বিশ্বকাপে ছন্দ দেখানো আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রয়েছেন সেই তালিকায়। বর্ষসেরার পুরস্কার নিয়ে কতোটা আশাবাদী এমি? আর্জেন্টাইন বাজপাখির উত্তর, সংক্ষিপ্ত ৩০ জনের তালিকাতে থাকতে পেরেই গর্বিত তিনি। বর্ষসেরা কে হবেন, তাও জানিয়ে রেখেছেন মার্টিনেজ। আগামী ৩০শে অক্টোবর ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে ২০২৩ ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের নাম। বর্ষসেরার এই পুরস্কারের দৌড়ে সবার আগে রয়েছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ জেতানো এবং নিজে আসর সেরা হওয়ার সুবাদে অষ্টম ব্যালন ডি’অরের সুবাদ পাচ্ছেন তিনি। অনুমিতভাবে এমিলিয়ানো মার্টিনেজের কাছে সম্ভাব্য বিজয়ী তার জাতীয় দলের সতীর্থ মেসিই। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা এমি বলেন, ‘ব্যালন ডি’অর কে জিততে চলেছেন, তা আমরা সবাই জানি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]