বিনোদন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুললেন ওমর সানী
স্টাফ রিপোর্টার
(৫ দিন আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই যাচ্ছে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পেয়াজ, ডিম, আলু ও শাক-সবজিসহ নিত্যপণ্যের বাজার লাগাম ছাড়া। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক ওমর সানী। ঢাকাই সিনেমার এই অভিনেতা সমকালীন প্রায় সকল বিষয় নিয়েই কথা বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি প্রায়ই নানা অসঙ্গতি নিয়ে সরব থাকেন। বরাবরের মতো এবারও সাধারণ মানুষের কাতারে দাঁড়ালেন ওমর সানী। নিজের ফেসবুকে ওয়ালে এ নায়ক লিখেছেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না রাষ্ট্র।
পাঠকের মতামত
দেশের জনগণের মনের কথা বলছেন। এতে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষ গুলো আরো সাহস পেলো আপনার এ-ই প্রতিবাদ থেকে। এ-ই সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত নয়,তাই তারা বাংলাদেশের জনগণের জন্য কখনো ইতিবাচক চিন্তা করেনা। আর অনির্বাচিত শাসক দল যখন যাই ইচ্ছে তাই করে যাচ্ছে
নায়ক রিয়াজ ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই!!
100% right
আমরা সাধারণ মানুষ কি'বা করতে পারি আমরা অসহায় না পারছি বলতে না পারছি সইতে সরকারের কথা শুনলেই মনে হয় ইক্রেন রাশিয়ার যুদ্ধ শুধু বাংলাদেশেই তো ডিম আলু সেগুলোও রাশিয়া থেকে আসে না-কি সব বাওতা বাজী৷
দেশের জনগণের মনের কথা বলছেন। এতে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা মানুষ গুলো আরো সাহস পেলো আপনার এ-ই প্রতিবাদ থেকে। এ-ই সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত নয়,তাই তারা বাংলাদেশের জনগণের জন্য কখনো ইতিবাচক চিন্তা করেনা। আর অনির্বাচিত শাসক দল যখন যাই ইচ্ছে তাই করে যাচ্ছে।
সানী ভাই সহমত
ওমর সানিকে বলবো নেতাদের মত লেকচার না মেরে কোন এক দলে ভর্তি হও।কম দামে কিছু খেতে হলে পাকিস্তানে যাও গিয়ে দেখো তাদের কি অবস্থা। পাকিস্তানে জ্বালানি ডিজেল তৈল প্রতি লিটার গত সপ্তাহে দাম বেরে হয়েছে ৩২৫ টাকা। বাংলাদেশে ডিম,আলুর দাম বাড়িয়েছে মজুমদার,সরকার বারায়নি।
সরকার ই বলে দিক কি খাবো, এর আগে তো বলেছে ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে খেতে। ডিমের দাম কতো সরকার কি জানে?