বিবিধ
সাতদিন ধরে বন্ধ পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ২:০১ অপরাহ্ন
গত সাত দিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত বন্ধ থাকার ফলে উভয় দেশেই হাজার হাজার পণ্য বোঝাই ট্রাক লাইনে দাঁড়িয়ে আছে। পাক-আফগান জয়েন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিএজেসিসিআই) পরিচালক জিয়া-উল-হক সারহাদি দাবি করেছেন, জিরো পয়েন্টে একটি বেআইনি কাঠামো নির্মাণকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় তিন মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। তোরখাম জিরো পয়েন্ট থেকে লন্ডি কোটাল পর্যন্ত ১৫০০ থেকে ২০০০ এরও বেশি ট্রাক রাস্তার উভয় পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সীমান্ত পুনরায় খোলার অপেক্ষায়।
একইভাবে আফগানিস্তানের দিকে পাকিস্তানে মৌসুমী তাজা ফল রপ্তানির উদ্দেশ্যে আটকা পড়া ট্রাকের সংখ্যা ২০০০ থেকে ২৫০০-এর বেশি। জিয়া জানিয়েছেন, আঙ্গুর, কলা, সাইট্রাস, তরমুজ, ভেন্ডি এবং টমেটোর মতো সবজি ও তাজা ফলসহ উল্লেখযোগ্য পরিমাণে পচনশীল পণ্য ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। সীমান্ত বন্ধের কারণে ট্রানজিট বাণিজ্য পণ্য ছাড়াও উভয় দেশের বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য আটকা পড়েছে।
পাক-আফগান জয়েন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিএজেসিসিআই) পরিচালক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিরোধের সমাধানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কারণ সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়। এতে উভয় দেশের অর্থনীতি এবং আঞ্চলিক বাণিজ্যে ক্ষতিগ্রস্থ হবে।
তিনি জোর দিয়ে বলেছেন, সীমান্ত বন্ধ করার ফলে কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যই নয় আঞ্চলিক বাণিজ্যকেও প্রভাবিত করছে। বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলিতে পাকিস্তানের রপ্তানি যা আফগানিস্তানের মধ্য দিয়ে যাওয়ার উপর নির্ভর করে। উপরন্তু অসুস্থ আফগানরা যারা চিকিৎসার জন্য পাকিস্তানে আসে তারা সীমান্ত বন্ধের কারণে সীমান্তে আটকে আছে। যা উভয় দেশের জন্যই ক্ষতিকর।
সূত্র: দ্য নেশন