কলকাতা কথকতা
রিয়াল মাদ্রিদের হোম সান্তিয়াগো বার্নাব্যুতে নস্টালজিক মমতা- সৌরভ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের হোম সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে ক্লাব এর মিউজিয়ামে পৌঁছে নস্টালজিক হয়ে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর সফরসঙ্গী ভারতীয় ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বুট-জার্সি দেখে অভিভূত হয়ে গেলেন সৌরভ। রিয়াল মাদ্রিদের হয়ে একসময় খেলেছিলেন রোনালদো। মমতা অধীর হলেন রিয়াল মাদ্রিদের।
সাফল্যের স্মারক দেখে ৩৫ বার তারা লা লিগার খেতাব জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ১৪ বার। সন্ধ্যায় মমতা-সৌরভ রিয়াল মাদ্রিদ এর নব নির্মিত স্টেডিয়ামে একটি ম্যাচও দেখেন। নতুন এই স্টেডিয়ামে একসঙ্গে ৮৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন। স্টেডিয়াম এর ছাদ খুলে গিয়ে ওপেন এয়ার হয়ে যেতে পারে যে কোনও সময়ে। প্রয়োজনে গোটা মাঠটি অদৃশ্য হয়ে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে। রিয়াল মাদ্রিদের ১২১ বছরের ইতিহাসে এ এক আশ্চর্য সংযোজন, স্বীকার করছেন মমতা এবং সৌরভ।