খেলা
বাংলাদেশের জয়ে ‘শান্তি’ পাচ্ছে পাকিস্তানিরা
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে বিধ্বস্ত হয় পাকিস্তান। হয়তো ফাইনালে সেই হিসাব মেটানোর ছক কষছিল ‘গ্রিন ক্যাপ’রা। তবে শ্রীলঙ্কার কাছে হেরে ছিটকে যাওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না বাবর আজমরা। পাকিস্তান না পারলেও, ভারতকে হারের তেতো স্বাদ দিয়েছে বাংলাদেশ। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার বললেন, ভারতীয়দের বিপক্ষে টাইগারদের সাফল্যেই শান্তি পাচ্ছেন তারা।
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোর যাত্রা শুরু করে পাকিস্তান। কিন্তু এরপর ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয় ‘ম্যান ইন গ্রিন’দের। এতে ভারত-শ্রীলঙ্কায় পৌঁছায় এশিয়া কাপের ফাইনালে। তাতে শিরোপার লড়াইয়ে ভারতীয়দের মোকাবিলা করার আকাঙ্ক্ষা মিইয়ে যায় পাকিস্তানের। সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতকে হারানোর পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলাই যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়।’
শুক্রবার কলম্বোয় আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ২৫৯ রানে অলআউট হয় ভারত। শোয়েব আখতার বলেন, ‘ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমিসহ পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো। ভারতের জন্য একটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই।’
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জয়ের সম্ভাব্য তালিকায় রাখা হচ্ছে- ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। ফেভারিট নির্বাচনের এই প্রক্রিয়া মনঃপূত হচ্ছে না শোয়েব আখতারের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ভাষ্য, ভারতকে হারিয়ে বাংলাদেশ জানিয়ে দিলো যে, তারাও বিশ্বকাপে রয়েছে। শোয়েব বলেন, ‘ভারত-পাকিস্তানকে নিয়ে আমরা বলছি, এই দুই দল ফেভারিট। আর আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এই চার দলের মধ্যে দুই দল ফাইনাল খেলবে। এর বাইরে আর কিছু হবে না। ব্যাপারটা কিন্তু এমন নয়। ভবিষ্যদ্বাণী আপনারা নিজেদের কাছেই রাখুন। ভারত এত বড় দল, কিন্তু বাংলাদেশের কাছে হারলো। তারা (বাংলাদেশ) কিন্তু ভালো খেলেছে, শুভমনের (গিল) সেঞ্চুরিও কোনো কাজে আসলো না। শেষ পর্যন্ত বাংলাদেশকে কৃতিত্ব দিতে হয়। তারা জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে আমরাও আছি।’