বিনোদন
সোফিকে মনে করে স্টেজেই কাঁদলেন জো
বিনোদন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
তিন বছরের প্রেম। তার পরে চার বছরের দাম্পত্য জীবন। সম্প্রতি ভাঙন ধরেছে সেই দাম্পত্য জীবনে। সংসার ভেঙে বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন ‘জোনাস ব্রাদার্স’ খ্যাত জো জোনাস এবং ‘গেম অফ থ্রোন্স’-এর তারকা সোফি টার্নার। চার বছর আগে একবার নয়, দু’বার একে-অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জো এবং সোফি। চার বছরের মাথায় ভাঙলো তাদের সংসার। সম্পর্কে তিক্ততার কারণেই নাকি বিবাহ বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন জো। যদিও সমাজিকমাধ্যমের পাতায় আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জো এবং সোফি লেখেন, চার বছরের সুখী দাম্পত্য জীবনের পর আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিচ্ছেদ কী কারণে হয়েছে, তা নিয়ে বাজারে অনেক কানাঘুষা চলছে। আমরা আমাদের তরফে জানাতে চাই, অনেক ভেবেচিন্তে যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিচ্ছেদের বিবৃতি জারির সপ্তাহখানেকের মাথায় অনুষ্ঠানের মঞ্চেই ভেঙে পড়লেন জো। সোফির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন তাকে উৎসর্গ করে একটি গান লিখেছিলেন ‘জোনাস ব্রাদার্স’-এর অন্যতম সদস্য। সেই গান গাইতে গিয়েই চোখে জল জোয়’র। আপাতত আমেরিকার বিভিন্ন জায়গায় কনসার্ট ট্যুরে ব্যস্ত ‘জোনাস ব্রাদার্স’। সেই ট্যুরের এক কনসার্টে সোফিকে মনে করে কাঁদলেন জো। সোফির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন কঠিন সময়ে তার পাশে থাকার আশ্বাস দিয়ে এই গান লিখেছিলেন তিনি। জীবনে চলার পথে কখনো তার হাত ছাড়বেন না, সোফিকে উদ্দেশ্য করে লিখেছিলেন জো। বিচ্ছেদের সিদ্ধান্তে ভেঙেছে সেই প্রতিশ্রুতিও। অন্যদিকে, ইংল্যান্ডে একটি প্রজেক্টের কাজ শেষ করার পর আপাতত স্পেনে রয়েছেন ‘গেম অফ থ্রোন্স’ তারকা সোফি। সেখানে নতুন প্রজেক্টের কাজ খুব শিগগিরই শুরু করতে চলেছেন তিনি।
চরিত্রের প্রয়োজনে নিজের ‘লুক’ও বদলে ফেলেছেন সোফি। সেখানেই একটি ছবিতে সোফির পিঠে দেখা মিলে নতুন ট্যাটুর।