বিশ্বজমিন
ভারতীয় স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন সেই সোনিয়া আক্তারের
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪০ অপরাহ্ন

বাংলাদেশি নাগরিক সোনিয়া আক্তার এবং তার ভারতীয় স্বামী সৌরভকান্ত তিওয়ারির মধ্যেকার বিয়ের গল্প জটিল মোড় নিয়েছে। সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালীন সোনিয়া আক্তার নয়ডার বাসিন্দা তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোরালো আবেদন জানান। এ খবর দিয়েছে দ্য ফ্রি প্রেস জার্নাল।
খবরে জানানো হয়, বাংলাদেশের নাগরিক সোনিয়া আক্তারকে ২০২১ সালের ১৪ই এপ্রিল বিয়ে করেছিলেন সৌরভকান্ত তিওয়ারি। সোনিয়া আক্তারের অভিযোগ হচ্ছে, তিওয়ারি বাংলাদেশে ‘স্ত্রী ও সন্তান ফেলে’ ভারতে চলে গেছেন। এজন্য স্বামীকে ফিরিয়ে আনতে সোনিয়া আক্তার সম্প্রতি ভারতে গিয়ে সেদেশের পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিওয়ারি সোনিয়াকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
তবে তিওয়ারি সোনিয়াকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। উত্তর প্রদেশের পুলিশ সোনিয়া আক্তারের অভিযোগ নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে এবং তারা আবিষ্কার করেছেন যে, ভারতে ওই তিওয়ারির স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সোনিয়া আক্তার তার এক বছরের ছেলের সাথে বর্তমানে নয়ডায় থাকছেন। তিনি সহায়তা চাইতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছান।
সোনিয়া আক্তার বিচার পেতে এপি সিং নামের এক আইনজীবীকে নিযুক্ত করেছেন। ওই আইনজীবী এরইমধ্যে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া সীমা হায়দারের মামলা লড়ে বেশ পরিচিতি লাভ করেছেন।
সোনিয়া আক্তার এখনও তার স্বামী তিওয়ারির সাথে একত্রে তার বাকি জীবন পার করতে চান। কিন্তু বিয়ের সম্পর্ক থাকা সত্ত্বেও তিওয়ারি সোনিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। এতে অনিশ্চয়তায় দিন কাটছে সোনিয়ার। সোনিয়া আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিওয়ারি এখন রাজি হচ্ছেন না, তিনি আমাকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন না। আমি একজন বাংলাদেশি, প্রায় তিন বছর আগে আমাদের বিয়ে হয়েছিল। আমি শুধু আমার স্বামীর সঙ্গে আমাদের সন্তান নিয়ে থাকতে চাই।
পাঠকের মতামত
It is her wright punishment, every where emotional persons are doing these wrong and suffering forever.
মানুষ কত বোকা ও নির্বোধ। বাংলাদেশে কি young. handsome, rich লোক ছিল না? তুমি কেন এক একটা অজানা, অচেনা, ভিনদেশী বিবাহিত অ বয়স্ক লোককে বিয়ে করলে? দূরদর্শিতার এত অভাব!! ব্রিতিশদের একটা প্রবাদ আছে" চোর তোঁ চুরি করবেই, গ্রিহস্তকে সজাক থাকতে হবে।" তুমি সজাক ছিলে না, তাই চোর চুরিকরে চলে গেছে। দেশ ও জাতির জন্য একটা liability সৃষ্টি করে গেছে এবং তোমার অপরিপক্ষ, বোকামি ও নির্বোধ কাজের খেসারত দিতে হবে।
এমন বিয়ে যে কোন্ সুখেই করতে যায়। একে ভিনদেশি, তায় ভিনধর্মী, তার উপর বুইড়া। আবার এখনো নাকি ওই আগে থেকেই বৌ-ছেলেমেয়েওয়ালা বাটপাড় 'স্বামী'র সাথেই থাকতে চায়। ব্যাটা যে শুধু বাংলাদেশে থাকার সময়টুকু 'রঙিন' করে রাখার জন্যই লোকদেখানো বিয়ে করেছিল, দেশে ফেরার সময় আসতেই কেটে পড়েছে - সেটা বুঝতেও মনে চায় না। হায়রে মতিভ্রম।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ১৫ এমপির চিঠি/ বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]