ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

মরক্কোর বিধ্বংসী ভূমিকম্পের আগে আকাশে দেখা গিয়েছিল রহস্যময় আলো

মানবজমিন ডিজিটাল

(৮ মাস আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৫ অপরাহ্ন

mzamin

বিধ্বংসী ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো। ভূমিকম্পের আগে মরক্কোর আকাশে দেখা গিয়েছিলো রহস্যময় আলোর ঝলকানি। যদিও বিজ্ঞানীরা এখনও এর উৎস সম্পর্কে জানতে পারেননি। শুক্রবার পূর্ব মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রয়টার্স জানিয়েছে, এর জেরে কমপক্ষে ২৯০০ জন নিহত এবং প্রায় ৫৫০০ জন আহত হয়েছেন।

ভূমিকম্প আঘাত হানার আগে আকাশজুড়ে আলোর উজ্জ্বল ঝলক দেখা যায়, এমন ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এটি কম্পনের আগে কোনো বায়বীয় ঘটনা হতে পারে যা "ভূমিকম্পের আলো" নামে পরিচিত।

কেউ নিশ্চিতভাবে জানে না যে, ভূমিকম্পের আলোর আদৌ কোনো অস্তিত্ব আছে কি না, বা তাদের কারণ কী। তবে কারণ যাইহোক, যদি এই আলোগুলি শক্তিশালী সিসমিক কার্যকলাপের সাথে যুক্ত বলে প্রমাণিত হয়, তবে কিছু বিজ্ঞানী আশা করেন যে, সেটি ভূমিকম্পের আগে প্রাথমিক শনাক্তকরণের প্রচেষ্টায় সাহায্য করতে পারে।

কয়েক শতাব্দী আগে  ভূমিকম্পের সাথে যুক্ত আলোর ঝলকানি সম্পর্কে কিছু বিক্ষিপ্ত খবর পাওয়া যায়। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বিভিন্ন রঙের উজ্জ্বল আলোর কথা বলা হয়েছে যা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিলো। যেহেতু ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয় কখন ভূমিকম্প ঘটবে, তাই এই ঘটনাগুলিকে নথিভুক্ত করার জন্য একটি অধ্যয়ন চালানো অসম্ভব। নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির একজন পদার্থবিজ্ঞানী কারেন ড্যানিয়েলস দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ''লোকেরা রহস্যময় আলো সম্পর্কে চিরকাল বিস্ময় প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
''

এই কারণে ভূমিকম্পের আলোগুলিকে একটি মিথ বলে মনে করা হয়েছিল। কিন্তু নিরাপত্তা ক্যামেরা এবং হ্যান্ডহেল্ড ফোনের আবির্ভাবের সাথে, এখন আর রহস্যময় এই আলোকে মিথ বলে মনে করেন না বিজ্ঞানীরা। উদাহরণস্বরূপ, মেক্সিকো সিটিতে ২০২১ সালের ভূমিকম্পের আগে রহস্যময় উজ্জ্বল ফ্ল্যাশগুলি ক্যামেরায় ধরা পড়েছিল। ২০২২ সালের ভূমিকম্পের আগে  পূর্ব জাপানেও দেখা গিয়েছিলো  এই উজ্জ্বল আলো।

SETI ইনস্টিটিউটের জিওফিজিসিস্ট ফ্রাইডম্যান ফ্রয়েন্ড ১৬০০ এর দশক থেকে সংগৃহীত সম্ভাব্য "ভূমিকম্পের আলো" সম্পর্কে ৬৫ টি প্রতিবেদন পর্যালোচনা করে একটি গবেষণাপত্রে কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন ভূমিকম্পের আলো স্থির বিদ্যুতের একটি বিস্তৃত রূপ হতে পারে। ফ্রয়েন্ড ওয়াশিংটন পোস্টকে বলেন, টেকটোনিক প্লেটগুলির  ঘর্ষণের সাথে সাথে বৈদ্যুতিক তরঙ্গ তৈরি করে। যা উজ্জ্বল ফ্ল্যাশের কারণ হতে পারে। কিন্তু ড্যানিয়েলস টাইমসকে বলেছেন যে তিনি এই ব্যাখ্যার সাথে একমত নন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ঘটনাগুলির ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, "ভূমিকম্পের সময় এবং কেন্দ্রস্থলের কাছে অস্বাভাবিক আলোকসজ্জার পৃথক ঘটনাগুলি সম্পর্কে ভূ-পদার্থবিদদের মধ্যেও ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করেন এগুলি ভূমিকম্পের আলোর  প্রমাণ বহন করে, কেউ কেউ সেটি বিশ্বাস করতে চান না।" তবুও, ড্যানিয়েলস এই সম্ভাবনাকে বাদ দেন না যে ফ্ল্যাশগুলি ভূমিকম্পের সাথে যুক্ত হতে পারে।

সূত্র : সায়েন্স এলার্ট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status