কলকাতা কথকতা
তাজ প্যালেস হোটেলে জি২০'র সময় চীনা স্যুটকেসে কী ছিল?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৪ অপরাহ্ন

নয়াদিল্লিতে জি২০ সামিট শেষ হয়েছে তিনদিন হলো। নিরাপত্তা সংক্রান্ত রহস্যময় একটি বিষয় ফাঁস হলো মঙ্গলবার। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং দিল্লির এই সমাবেশে আসেননি। কিন্তু, তার প্রতিনিধি চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর নেতৃত্বে যে প্রতিনিধি দলটি আসে তাদের নিয়েই সমস্যা হয়েছিল। চীনা প্রতিনিধিদের সঙ্গে কালো রঙের একটি ঢাউস স্যুটকেস ছিল। স্যুটকেসটির আকার-আয়তন দেখেই ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সির সন্দেহ হয়। ডিপ্লোম্যাটিক লাগেজ বলে ব্যাগটির তাজ প্যালেস হোটেলে চেক ইন-এ কোনও সমস্যা সৃষ্টি করেনি। কিন্তু, ব্যাগটিকে স্ক্যানারে ফেলতে গেলেই চীনা প্রতিনিধিরা আপত্তি জানান। দীর্ঘক্ষণ বাক-বিতণ্ডা চলার পর চীনা প্রতিনিধিরা ব্যাগটি চীনা দুতাবাসে পাঠিয়ে দেন।
ভারতীয় গোয়েন্দাদের আশংকা- স্যুটকেসটিতে সার্ভিল্যান্স এর যন্ত্রপাতি ছিল। তারা আড়িপাতার যন্ত্র সঙ্গে নিয়ে এসেছিলো। তাই স্যুটকেস খুলতে তাদের এত আপত্তি ছিল।