কলকাতা কথকতা
জি২০ শেষ হতে না হতেই চীনের বিরুদ্ধে যুদ্ধের মহড়া ভারতের, কীভাবে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৩ অপরাহ্ন

নয়াদিল্লিতে জি২০ সম্মেলন শেষ হতে না হতেই চীনের বিরুদ্ধে হুঙ্কার ছুঁড়ে দিলো ভারত। কার্যত যেন যুদ্ধের মহড়া শুরু করলো। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার জম্মু থেকে বোতাম টিপে শিল্যান্যাস করবেন বিশ্বের উচ্চতম ফাইটার এয়ারফিল্ড এর। চীন সীমান্তের কাছে নিয়মাতে এই নির্মাণ করবে বর্ডার রোড কন্সট্রাকশন। চীনের নাকের ডগায় এই ফাইটার এয়ারফিল্ড তৈরির বিষয়টি অনেকটা চীনের লাল ফৌজ-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো।
লাদাখের নিয়মাতে অবস্থিত এই এয়ারফিল্ডটি হবে বিশ্বের মধ্যে সর্বোচ্চ অলটিচুডে অবস্থিত ফাইটার প্লেনের ঘাঁটি। বর্ডার রোড কনস্ট্রাকশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী জানিয়েছেন, তিনহাজার ৪৮৮ কিলোমিটার বিশিষ্ট লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত সম্প্রতি ২৪৫টি সামরিক প্রকল্প নিয়েছে যার দ্বারা চীনকে ছবক শেখানো যেতে পারে।
বর্ডার রোড কন্সট্রাকশনের বাজেট ভারত সরকার যেভাবে বাড়িয়েছে তার একটি খতিয়ান দেন তিনি। ২০০৮ সালে এই সংস্থার বাজেট ছিল তিন হাজার কোটি রুপি। ২০১৭ সালে তা বেড়ে হয় পাঁচ হাজার থেকে ছয় হাজার কোটি রুপি। ২০১৯ সালে বিআরসি’র বাজেট ছিল আট হাজার কোটি রুপি। ২০২২-এ এই বাজেট দাঁড়ায় ১২ হাজার ৩৪০ কোটি রুপি।
পাঠকের মতামত
চিনের সাথে ভারত কি যুদ্ধে পারবে? চীন যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে। অযথা শক্তি ক্ষয় করা আর কি সাধারণ জনগন কষ্ট ভোগ করবে।
ভারত শুধু হামকি ধুমকি দিতে পারে। আর কিছুই করতে পারে না। মহিলাদের মত চরিত্র ।
এভাবে এগুতে থাকলে ভারতের আরও ১০০ বছর লাগবে চীনের ধারে-কাছে পৌছতে। তবে, ততদিন চীন আরও ২০০ বছর এগিয়ে যাবে।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]