ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

বলিভিয়ার বিপক্ষে মেসিকে পাবে না আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবারmzamin

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করে আর্জেন্টিনা। ইকুয়েডরের মোকাবিলায় সেই ম্যাচের পুরোটা সময় খেলেননি আলবিসেলেস্তেদের জয় উপহার দেয়া লিওনেল মেসি। ক্লান্তির কারণে উঠে যান মাঠ ছেড়ে। ম্যাচ শেষে মেসির শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশাপূর্ণ উত্তর দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এবার আর্জেন্টাইন দৈনিক টিওয়াইসি স্পোর্টস জানালো, বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে না খেলেই ইন্টার মায়ামিতে ফিরে যেতে পারেন অধিনায়ক মেসি। গত শুক্রবার বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে হারায় স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাচের ৭৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে জয়সূচক একমাত্র গোলটি করেন লিওনেল মেসি। তার ১১ মিনিট পর আর্জেন্টিনা অধিনায়ককে উঠিয়ে নেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে বিশ্বকাপজয়ী কোচ জানান, মেসির শারীরিক অবস্থা নিয়ে জ্ঞাত নন তিনি। অধিনায়কের অনুরোধেই তাকে উঠিয়ে নেয়া হয়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে, মেসি চোট পেয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার অনুশীলনে যাননি মেসি। 

বেঞ্চ টিমকে (ইকুয়েডরের বিপক্ষে যারা খেলেননি) নিয়ে ট্রেইনিং করেন কোচ স্কালোনি। এমনকি জাতীয় দলের সঙ্গেও নেই বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসি আর্জেন্টিনার এজেইজা শহরে নিজের বাড়িতে অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে, বলিভিয়ার বিপক্ষে অধিনায়ককে ছাড়াই দল সাজাবেন কোচ স্কালোনি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইন্টার মায়ামির হয়ে ৪৮ দিনে ১১ ম্যাচ খেলে ক্লান্ত মেসি। তাই বলিভিয়ায় গিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ না খেলে যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে স্টার্স্টিং ইলেভেনে ছিলেন না আনহেল ডি মারিয়া। বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এছাড়া মেসি যখন উঠে যান তখন অধিনায়কের বাহুবন্ধনী প্রিয় বন্ধু এবং সতীর্থ ডি মারিয়াকে দিয়ে যান। মেসি না খেললে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই খেলবেন ডি মারিয়া। অধিনায়কের গুরুভারও পালন করতে পারেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে পুরো সময় না খেলে উঠে যাওয়ার বর্ণনা দিয়ে মেসি বলেছিলেন, ‘আমি কিছুটা ক্লান্ত ছিলাম। যে কারণে আমি উঠে যাই, তবে আমি ভালো আছি।’ আগামী ১২ই সেপ্টেম্বর রাতে লা পাজ শহরের হার্নান্দো সাইলস স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার আতিথ্য নেবে আর্জেন্টিনা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status