কলকাতা কথকতা
উপ-নির্বাচনের ফল দেখে রাহুল থেকে মমতা উল্লসিত সবাই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ছয় রাজ্যের সাতটি উপ-নির্বাচনের ফলাফল বিরোধী নেতা-নেত্রীদের মুখের হাসিকে চওয়ারা করেছে। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সবাই বলেছেন- এ হচ্ছে ইন্ডিয়া জোটের সুফল।
উল্লেখযোগ্য যে, সাতটির মধ্যে চারটি জিতেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। বাকি তিনটি জিতেছে বিজেপি। এই তিনটির মধ্যে দুটি আবার বিজেপি শাসিত ত্রিপুরায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুটি ক্ষেত্রেই বিজেপি হারিয়েছে সিপিএমকে। ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে। এই নিয়ে বিশেষ কিছু বলার নেই। উত্তরাখণ্ডে বিজেপি তৃতীয় আসনটি পেয়েছে। কংগ্রেসকে তারা হারিয়েছে দুহাজার চারশো পাঁচ ভোটে।
রাহুল গান্ধী বলেছেন, ভোটের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে মানুষ আমাদের সঙ্গে আছেন। লোকসভা ভোটে পাশার দান উল্টে যাবে। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে হারতে হয়েছে সমাজবাদী পার্টির কাছে। পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়খণ্ডে ইন্ডিয়া শরিক হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহযোগী দল হারিয়েছে বিজেপিকে। সব মিলিয়ে আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট। তারা মনে করছে সকালের সূর্য দিনটা কেমন যাবে তা জানাচ্ছে।