কলকাতা কথকতা
কাকভোরে গ্রেপ্তার অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, কেন?
বিশেষ সংবাদদাতা , কলকাতা
(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৭ অপরাহ্ন
আজ শনিবার, কাকভোরে তার নন্দিয়ালের অস্থায়ী বাসস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তেলেগু দেশম পার্টির সভাপতি ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট ফান্ডের কয়েকহাজার কোটি টাকা আর্থিক দুর্নীতির কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর চন্দ্রবাবু নাইডু বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি চাঁদের গায়ে যত কলঙ্ক লাগানোর চেষ্টাই করুন, চাঁদ কলঙ্কযুক্ত হবে না। তার দিল্লির বসদের জগন মোহন রেড্ডি যেন এই কথা জানিয়ে দেন। জগন মোহনের দিল্লি বস বলতে এন. চন্দ্রবাবু নাইডু যে বিজেপিকে বোঝাচ্ছেন তা স্পষ্ট।
উল্লেখ্য, চন্দ্রবাবুর পুত্র নাড়া লোকেশকেও গ্রেপ্তার করা হয়েছে। তেলেগু দেশম পার্টির অভিযোগ লোকেশের নাম এফআইআরে না থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। চন্দ্রবাবু নাইডু বর্তমানে গোটা অন্ধ্রজুড়ে পদযাত্রা করছেন একটি প্রকল্প নিয়ে। আজ ভোরে নন্দিয়াল পুলিশ তার গেস্ট হাউসে হানা দেয়। সঙ্গে ছিলেন কুননুরের ডিআইজি রঘুরাম রেড্ডি। চন্দ্রবাবুর ব্ল্যাক ক্যাট রক্ষীরা পুলিশকে বাধা দিয়ে বলে সকাল সাড়ে ৫টার আগে চন্দ্রবাবুর ঘুম ভাঙানো যাবে না। পুলিশ অপেক্ষা করে এবং ভোর ৬টায় গ্রেপ্তার করে তাকে।