শিক্ষাঙ্গন
চবি শাটল ট্রেনে দুর্ঘটনা, আহত ১৫, ভিসির বাসভবনে ভাঙচুর
চবি প্রতিনিধি
(২ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে ভিসির বাসভবনে ভাঙচুর চালিয়েছে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ সময় মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে তারা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও চবি কলেজের শিক্ষার্থীরা ছিলেন বলা জানা গেছে।
এর জেরে শাটল ট্রেনটি ফতেয়াবাদ স্টেশনে ৩০ মিনিট আটকে রাখে শিক্ষার্থীরা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শহর থেকে ক্যাম্পাসগামী শাটল চৌধুরীহাট এলাকার রেল লাইনের দুপাশে থাকা গাছের ঢালের সাথে লেগে এটি ঘটে।
শিক্ষার্থীদের দাবি দিনেও অনেকে শাটল ট্রেনে আহত হয়। পর্যাপ্ত বগি না থাকায় ট্রেনের ছাঁদে উঠতে বাধ্য হয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। আমরা শিক্ষার্থীদের সহযোগিতার কাজে ব্যস্ত আছি। পরে বিস্তারিত কথা বলবো।
।