কলকাতা কথকতা
শাহরুখ খানের জওয়ানকে কেন্দ্র করে কলকাতাকে হারালো রায়গঞ্জ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

শাহরুখ খানের জওয়ান ছবিটি নিয়ে সারা ভারত এখন উন্মাদনায় ভুগছে। দেশ এবং বিদেশে জওয়ান মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। সব হলই প্রায় হাউসফুল। পশ্চিমবঙ্গজুড়ে চলছে এক অদ্ভুত হিস্টিরিয়া। কন্যা সুহানাকে নিয়ে শাহরুখ আজ তিরুপতির মন্দিরে পুজো দিয়েছেন। শাহরুখ ভক্তরা কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বরে পুজো দিচ্ছেন। একটি ব্যাপারে উত্তরবঙ্গের শহর রায়গঞ্জ কিন্তু হারিয়ে দিয়েছে কলকাতাকে। নিউ টাউনে একটি মলে জওয়ান-এর শো শুরু হচ্ছে ভোর ৫টায়। তাকে টেক্কা দিলো রায়গঞ্জ। আজ রাত সোয়া ২টায় শুরু হচ্ছে জওয়ান-এর স্ক্রিনিং। রায়গঞ্জে ছবির ডিস্টিবিউটর এসবিএফের হলে ছবিটি মুক্তি পাবে। ভোর ৫টার শো এবং রাত সোয়া ২টার শো দুটিই হাউসফুল। এই ঘটনাই বোধহয় প্রমাণ করে শাহরুখের এই ছবি নিয়ে উন্মাদনা কোথায় পৌঁছেছে। ছবিটির পশ্চিমবঙ্গের ডিস্ট্রিবিউটর এসবিএফের কর্ণধার মহেন্দ্র সোনি বলেছেন, গোটা বাংলায় এই ছবির এক লাখ ৩৮ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। আজ সারাদিনই কলকাতায় শাহরুখ ফ্যান ক্লাব নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।