কলকাতা কথকতা
ইন্ডিয়া থেকে ভারত, দেশের নাম পরিবর্তনের পথে বিজেপি?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৮:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন
বিরোধী জোটের নাম -ইন্ডিয়া। তাই বিজেপি কি দেশের নাম পরিবর্তন করে শুধুমাত্র ভারত করতে চাইছে? সম্প্রতি জি টোয়েন্টির যে আমন্ত্রণপত্র গেছে সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামের পাশে লেখা হয়েছে - রাষ্ট্রপতি, ভারত। জি টোয়েন্টির যে পুস্তিকা প্রকাশ হয়েছে তাতেও লেখা হয়েছে - ভারত - গণতন্ত্রের মা। আর এস এস এর সভাপতি মোহন ভগবত তাঁর যাবতীয় কমিউনিকেশন এ এই ভারত কথাটি ব্যবহার করছেন।
সেই কারণেই অনুমান করা হচ্ছে ইন্ডিয়া শব্দটি সম্পূর্ণ পরিহার করে দেশকে ভারত নামেই পরিচিত করানোর চেষ্টা হচ্ছে। বিরোধীদের এক মুখপাত্র পুরো বিষয়টিকে ইন্ডিয়া জোটের কাছে বিজেপি সরকারের নতজানু হওয়া বলে উল্লেখ করছেন। কিন্তু, নাম পরিবর্তন করতে হলে তা সংসদে বিল পাস করিয়ে করতে হবে। সেপ্টেম্বরে সংসদের পাঁচদিনের যে বিশেষ অধিবেশন বসবে তাতে এই ধরণের বিল আনার উল্লেখ নেই।
তাই, অনেকেই মনে করছেন যে আসন্ন জি টোয়েন্টি অধিবেশনের সময় ভারত নামটিকে কথ্য ভাবে পরিচিত করানোর একটি চেষ্টা শাসক দলের থাকবে।