কলকাতা কথকতা
রোববার দিনভর উত্তপ্ত হাওড়া, শুভেন্দু অধিকারীকে শহরে ঢুকতে পুলিশের বাধা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১২ জুন ২০২২, রবিবার, ৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন
ক্ষোভের আগুন প্রশমিত হলো না রোববারও। এদিন দিনভর উত্তপ্ত হয়ে থাকলো হাওড়া। পাঁচলায় এক বিজেপি সমর্থকের বাড়ি ভাংচুর করা হলো, বাজারে আগুন ধরিয়ে দেয়া হলো দিনের আলো ফোটামাত্র। এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাওড়া আসার কথা ছিল। পুলিশ দফায় দফায় তার কনভয় আটকায়। শুভেন্দু বলেন, তিনি আদালতের দ্বারস্থ হবেন। গান্ধী মূর্তির পাদদেশে এক অবস্থান সমাবেশ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর ইঙ্গিতেই রাজ্য অশান্ত হচ্ছে।