কলকাতা কথকতা
ভারত মানে একশ কোটির বুভুক্ষু পেট নয়, একশ কোটি উচ্চাকাঙ্ক্ষী মন, দুশো কোটি দক্ষ হাত: মোদি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৯ অপরাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ভারত সম্পর্কে অতীত ধারণা মুছে ফেলার সময় এসেছে। তিনি বলেন, ভারত মানেই একশ কোটির বুভুক্ষু পেট নয়, এখনকার ভারত মানে একশ কোটির উচ্চাকাঙ্ক্ষী মন এবং দুশো কোটি দক্ষ হাত। জি ২০ সম্মেলনের আগে সংবাদ সংস্থা পিটিআইকে একটি সাক্ষাৎকার দিয়ে মোদি জানান, ২০৪৭-এর মধ্যে ভারত বিশ্বের প্রথম তিনটি অর্থনীতির মধ্যে একটি হবে। সাক্ষাৎকারে মোদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে বলেন, এখন বিশ্ব যুদ্ধ চায় না, শান্তি চায়। তাই, যুদ্ধের পথ পরিহার করাই শ্রেয়। জি ২০ সম্মেলন সম্পর্কে মোদির সাফ বক্তব্য। তিনি বলেছেন, ভারতের সভাপতিত্বে বিশ্বের সমস্যা সম্পর্কে দুনিয়ার মানুষকে অবহিত করা সম্ভব হয়েছে। ঋণ, মুদ্রাস্ফীতি এবং ধর্মান্ধতা সম্পর্কে গোটা বিশ্বকে আরও সাবধান হওয়ার আহ্বান করেন তিনি। ভারতে দুর্নীতি, সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই বলে মোদি জানান।
জি ২০ জোটে থাকা চীন এবং এর বাইরে থাকা পাকিস্তান সম্প্রতি কাশ্মীর ও অরুণাচল প্রদেশে জি ২০ ইভেন্ট করা নিয়ে যে আপত্তি জানিয়েছে তা এককথায় খারিজ করে মোদি জানান, ভারতের ২৮টি রাজ্যে ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ২২০টা ইভেন্ট হচ্ছে এই সামিট উপলক্ষে। এর মধ্যে রাজনীতি এনে একে বিপন্ন করার চেষ্টা একরকম অপচেষ্টা। তিনি বসুধৈব কুটুম্বকম আদর্শটি বিশ্বের আদর্শ হওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেন।