শিক্ষাঙ্গন
পদ্মা সেতু উদ্বোধনের কারণে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার তারিখ
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ১২ জুন ২০২২, রবিবার, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪০ অপরাহ্ন

পদ্মা সেতুর উদ্বোধন হতে চলেছে আগামী ২৫শে জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর সেজন্য একদিন আগানো হয়েছে এসএসসি পরীক্ষার তারিখ।
আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু উদ্বোধনের দিন রুটিন অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫শে জুনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৪ জুন। ২৫ জুন ইংরেজী ২য় পত্র বিষযের পরীক্ষা হওয়ার কথা থাকলেও উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি এখন ২৪শে জুন হবে।
পাঠকের মতামত
যেখানে রাজনৈতিক সমাবেশের কারনে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়, সেই দেশে আর যাইহোক কোন শিক্ষার মান উন্নত হবেনা, এই কারনে আজ আমাদের দেশের একটি বিশ্ববিদ্যালয় আন্ত্রজাতিক মানের নাই।
24, JUNE, FRIDAY :)
দলের সমাবেশের জন্য জাতীয় পরিক্ষা এগিয়ে আনা ! তাও ইংরেজী । ইংরেজী পরিক্ষার আগে এমনিতেই এক দুদিন সময় দিতে হয়। ঘৃনা জানাই এমন সিদ্ধান্তকে।
সবই সম্ভব!!!!
এক যে মজার দেশ,সব রকমের ভাল। রাত্রি বেলায় বেজায় রোদ,দিনে চাদের আলো।
হরতাল অবরোধের মধ্যে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও জোর করে পরীক্ষা নিয়েছিল সরকার। আর এখন....!!
Amar mote ek soptah pora desh sob kisu bondho kore dilai hoy.
এটা খুবই দুঃখজনক!