কলকাতা কথকতা
মুম্বাইয়ের জলসায় অমিতাভের হাতে রাখি বাঁধলেন মমতা, কী কথা হলো দু’জনের ?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৩, বুধবার, ৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৮ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/71742_amitav.webp)
কলকাতা থেকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গিয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাসে নেমে সরাসরি জুহুর জলসা বাংলোয় পৌঁছে অমিতাভ বচ্চনের হাতে সৌভাতৃত্বের রাখি পরিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ছিলেন অমিতাভ পত্নী জয়া বচ্চন, অভিষেক, ঐশর্য, স্বেতা নন্দা, অভিষেকের কন্যা আরাধ্যা। রাখি পরানোর পর একান্তে অমিতাভ, জয়া এবং মমতা একসঙ্গে কিছুক্ষণ কথা বলেন। রাখী উৎসব হিসেবে আলোর মালায় সেজেছিলো জলসা। মমতা নিজেই বাড়ির সামনে দাঁড়িয়ে বলেন, আজ ভারতরত্নের সঙ্গে দেখা হলো। ওকে আমি ভারতরত্ন বলেই ডেকে থাকি। অমিতাভ বচ্চনকে আমি দুর্গাপুজোয় কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছি। উনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
মমতা বলেন, অমিতাভের অনেকদিন আগেই ভারতেরত্ন সম্মানে ভুষিত হওয়া উচিত ছিল। আমার হাতে ক্ষমতা থাকলে আমি সেকেন্ডের মধ্যে তাকে সম্মানিত করতাম। এই বয়সে কাজের প্রতি এমন নিষ্ঠা, ভালোবাসা দেখা যায় না। মমতা এদিন অমিতাভের সঙ্গে তার কলকাতার লড়াইয়ের দিনগুলোর স্মৃতি ভাগ করে নেন। মমতা অনেক কথা বললেও জয়া বচ্চনকে তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাওয়ার আমন্ত্রণ জানানো নিয়ে কোনও কথা বলেননি।