কলকাতা কথকতা
অমিতাভের বাড়িতে রথও দেখবেন, কলাও বেচবেন মমতা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৩, রবিবার, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:২০ অপরাহ্ন

৩০শে আগস্ট ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে মুম্বাই পাড়ি দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুম্বাই বিমানবন্দর পৌঁছেই তিনি সরাসরি চলে যাবেন জুহুর জলসায় অমিতাভ বচ্চনের বাংলোতে। অমিতাভ-জয়ার সঙ্গে রাখিবন্ধন পালন করবেন মমতা। অমিতাভের হাতে পরিয়ে দেবেন রাখি। জয়া বচ্চনের বিশেষ আমন্ত্রণেই মমতা জলসায় যাচ্ছেন বলে জানা গেছে। কিন্তু, মমতা কি শুধু অমিতাভকে রাখি পরিয়েই চলে আসবেন? অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে জয়া বচ্চনকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে দেখা যেতে পারে। সেই বিষয়টি চূড়ান্ত করতেই মমতার জলসা অভিযান। জয়া বর্তমানে সমাজবাদী পার্টির রাজ্যসভা সদস্য। তাঁর মেয়াদ শেষ হচ্ছে শিগগিরই। সমাজবাদী পার্টির ১৩৮ জন বিধায়কের সমর্থন নিয়ে তাঁর রাজ্যসভায় ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই। সংসদ সদস্য হিসেবে জয়া অত্যন্ত সিরিয়াস। প্রতিটি বিতর্কে অংশ নেন। কট্টর মোদি বিরোধী। এই অবস্থায় জয়া বচ্চনকে তৃণমূল কংগ্রেস থেকে দিল্লিতে পাঠাতে চান মমতা। সেই বিষয়ে আলোচনার জন্যই মমতা বিমানবন্দর থেকে সরাসরি অমিতাভের বাড়ি যাচ্ছেন। অর্থাৎ রথ দেখা, কলা বেচা- দুইই সারবেন মমতা। ইন্ডিয়া জোটের ৩১শে আগস্ট ও পয়লা সেপ্টেম্বরের বৈঠকে অংশ নেবেন। রাতের ডিনারে থাকবেন। আবার জয়ার সঙ্গে কথা বলেও আসবেন।