ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদ

সাধারণ শিক্ষার্থীদের ‘শিবির’ আখ্যা দিলেন বেরোবি শিক্ষক মশিউর

বেরোবি প্রতিনিধি

(১ বছর আগে) ১১ জুন ২০২২, শনিবার, ৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৫ অপরাহ্ন

mzamin

মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার পরিবারকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদেরকে ‘শিবির’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। একজন শিক্ষকের এমন বিরূপ মন্তব্যে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
শুক্রবার রাতে মশিউর রহমান তার ফেসবুক ওয়ালে সাধারণ শিক্ষার্থীদের ‘শিবির’ আখ্যা দিয়ে পোস্ট করলে ক্যাম্পাসের ভেতরে-বাহিরে চরম সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টা প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি (মশিউর) লিখেছেন, শিবির ক্যাম্পাসগুলোতে কতটা শক্তিশালী প্রশাসন দেখলো তো। পুরো লিডিং এ ছিল শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্বে থাকা অনেকেই এদের প্রটোকলেও ছিলেন। কি কমু? বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে এক সাথে লড়াই করতে হবে।
তার ফেসবুক পোস্টের পরপরই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ শুরু হয়। পোস্টের মন্তব্যের ঘরে কড়া সামালোচনা করেন শিক্ষার্থীরা। মুসাদ্দেক নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, বাংলাদেশের অনেক জায়গায় জুমার নামাজের পর মিছিল হয়েছে। তারা কি সবাই শিবির? মনে রাখবেন বাংলাদেশের মানুষ ধর্মভীরু। আর বিষয়টা যখন আমাদের প্রিয় নবীকে নিয়ে তখন তো দলমত আসার কথাই আসেনা।

বিজ্ঞাপন
প্রতিবাদ করলেই যদি শিবির হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোও শিবির।
শিক্ষক মশিউরের স্ট্যাটাসের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাশফিকুর রহমান নামের একজন।  মাশফিকুরের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে মশিউর রহমান লিখেন, আমাকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি হত্যার হুমকি দানকারী এই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আগামীকাল মামলা হবে। 

 তবে সেই শিক্ষার্থীর পোস্টে হত্যার কথা উল্লেখ নেই। এদিকে সমালোচনার মুখে আরেক স্ট্যাটাসে শিক্ষার্থীদের মন্তব্যের প্রেক্ষিতে ডিজিটাল আইনে মামলা করার হুমকি দিয়ে পুনরায় পোস্ট করায় শিক্ষক মশিউর রহমানের প্রতি ক্ষোভ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সাধারণ শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার পোস্টের বিপক্ষে পোস্ট করে এর প্রতিবাদ করছেন। 

প্রসঙ্গত, ভারতের জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার পরিবার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এরই প্রতিবাদে গতকাল শুক্রবার বাদ জুমা বেরোবি ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ধর্মপ্রাণ মুসল্লীরা।

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status