কলকাতা কথকতা
নূপুর শর্মার গ্রেপ্তার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ১১ জুন ২০২২, শনিবার, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন
হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার দায়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। গুজরাট, দিল্লি, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কর্নাটক, রাজস্থান, তেলেঙ্গানায় আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও অশান্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড। বিভিন্ন ঘটনায় ৪০ পুলিশ কর্মী আহত হয়েছেন। অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাঁচিতে জারি হয়েছে কারফিউ। পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে সোমবার সকাল পর্যন্ত। উত্তরপ্রদেশে মোরাদাবাদ, হাথরাসে টহল দিচ্ছে পুলিশ। শুক্রবার গভীর রাতে হাওড়ার পাঁচলায় ফের অশান্তি ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সাংবাদিকরাও এই ঘটনা কাভার করতে গিয়ে আক্রান্ত হন। অসংগঠিত এই আন্দোলন সহিংস হয়ে ওঠে। প্রশাসন হিংসা দমনে সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।