শিক্ষাঙ্গন
নীলক্ষেত মোড় অবরোধ করে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন
সিজিপিএ'র শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা গ্রহণের মাধ্যমে পরবর্তী বর্ষে উন্নিতকরণের (প্রমোশন) দাবিতে ফের রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার আগ থেকে অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে এসে অবস্থান নিতে থাকেন। জড়ো হয়ে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।
বিকেল সাড়ে ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান করছিলেন অধিভুক্ত বিভিন্ন কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাদের অবস্থানের কারণে নীলক্ষেত ও এর চারপাশে এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজিমপুর, সাইন্সল্যাসহ আশপাশের সড়কে তীব্র যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক যাত্রী ও পরিবহনকর্মীরা।
শিক্ষার্থীদের দাবির ব্যাপারে ঢাকা কলেজের বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হোসেন মানবজমিনকে বলেন, প্রায় ৮ মাস পর আমাদের প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এরমধ্যে আমরা দ্বিতীয় বর্ষে দীর্ঘদিন ক্লাস করার পাশাপাশি ইনকোর্স, মিড টার্মসহ বিভিন্ন পরীক্ষা সমাপ্ত করেছি। ফলাফল প্রকাশের পর তারা বলছে আমরা অনুত্তীর্ণ, আমাদের ফের প্রথম বর্ষের সবগুলো বিষয়ে পরীক্ষা দিতে হবে। বিষয়টি একেবারে অযৌক্তিক। আমাদের দাবি হচ্ছে যেসব বিষয়ে রেজাল্ট খারাপ হয়েছে শুধুমাত্র সেগুলোতেই মানোন্নয়ন পরীক্ষা দিয়ে আমাদের দ্বিতীয় বর্ষে প্রমোশন দেয়া হোক।
তিতুমীর কলেজের শিক্ষার্থীর সজীব বলেন, ৯ মাস পর রেজাল্ট দিয়ে প্রশাসন যে নির্দেশনা দিয়েছে সেটি শিক্ষার্থীদের উপর একরকম অবিচার। এই নির্দেশনা বাতিল করা না হলে এবং আমাদের দাবি মানা না হলে এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।
শিক্ষার্থীদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিপুল সংখ্যক সদস্য আশেপাশে উপস্থিত থাকলেও এখনও তাদের সরিয়ে দেয়ার দৃশ্যমান কোন তৎপরতা দেখায়নি পুলিশ।
পুলিশের অবস্থানের বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল গণি বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে। নীলক্ষেত অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, তারা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) তাদের দাবির বিষয়ে দেখবেন। তবে জনভোগান্তি এড়াতে পুলিশ প্রশাসন পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেবেন বলে জানায় ওসি।
উল্লেখ্য, দাবি আদায় করতে গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গত ১৭ই আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। পরবর্তীতে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের প্রিন্সিপাল ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গত রোববার বেলা ১১টা থেকে গণ আমরণ অনশনের ঘোষণা দিলেও বিকেল ৪টার সময় কর্মসূচি স্থগিত করেন। আজ আবার আমরণ গণ অনশনের ঘোষণা দিয়ে নীলক্ষেত অবরোধ করেন।