শিক্ষাঙ্গন
প্রাথমিক শিক্ষক নিয়োগ- ২য় ধাপের ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ১০ জুন ২০২২, শুক্রবার, ৭:২৬ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতলাল বৃহস্পতিবার রাতে এ ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২৯ জেলায় গত ২০ মে অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৬৬ হাজার ১০০ জন। দ্বিতীয় দফায় লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৫৩ হাজার ৫৯৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)- এ পাওয়া যাবে।