শিক্ষাঙ্গন
কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৩, রবিবার, ৭:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ অপরাহ্ন
আগামী ১৭ই আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা- এই তিন শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭শে আগস্টের আগে অনুষ্ঠিত হওয়া সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া প্রথম ৪টি বিষয়ের পরীক্ষা ১৭, ১৯, ২১, ২৪শে সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত হওয়া প্রথম ৪টি বিষয়ের পরীক্ষা ৭, ১০, ১২ ও ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।