শিক্ষাঙ্গন
স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৩, রবিবার, ৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
ফাইল ছবি
আগামী ১৭ই আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা- এই তিন শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭শে আগস্টের আগে অনুষ্ঠিত হওয়া সকল পরীক্ষা স্থগিত থাকবে।
রোববার মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষার প্রথম ৪টি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১, ৩, ৫ ও ৮ই অক্টোবর স্থগিত হওয়া এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরআগে গত শুক্রবার প্রাকৃতিক দুর্যোগের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর আগামী ১৭ই আগস্টের পরিবর্তে আগামী ২৭শে আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ই আগস্ট থেকে প্রকাশিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।