ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

কৃতজ্ঞতা জানালেন শাকিব

স্টাফ রিপোর্টার
৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার
mzamin

শাকিব খান। দীর্ঘ সময় ধরে ঢাকাই সিনেমায় একক রাজত্ব করে যাচ্ছেন। পেয়েছেন সুপারস্টার তকমা। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন গেল ঈদেও। তার অভিনীত ‘প্রিয়তমা’Ñ সিনেমা ইতিমধ্যে ব্লকবাস্টার হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাটি বিদেশেও সফল। মুক্তি পেয়েছে আমেরিকা ও কানাডায়। প্রবাসী দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাটি দেখার জন্য। এতে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে প্রবেশ করেছে ‘প্রিয়তমা’। সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত শাকিব। এজন্য ভক্ত ও দর্শকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই অনুভূতি প্রকাশ করেছেন নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘প্রিয়তমা’, এমনটিই বলছে স্বপ্ন স্কয়ারক্রো। 

খবরটি জানতে পেরে খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, সিনেমাটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি সিনেমা। এই সময়ে আপনাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ চোখে জল এনে দিয়েছে। শাকিব জানান, ষষ্ঠ সপ্তাহে সিনেমাটি সফলতার সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইতালির প্রেক্ষাগৃহগুলোতে চলছে। অচিরেই মুক্তি পাবে যুক্তরাজ্য, পর্তুগাল, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আামিরাতসহ অন্যান্য দেশগুলোতে। গেল ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার ইধিকা পাল। এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status