বিনোদন
স্বপ্ন হলো সত্যি
বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
বলিউডের চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে প্রথম তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন অনন্যা পাণ্ডে। ক্যারিয়ারের বয়স স্বল্প হলেও বিভিন্ন সিনেমার জন্য ছক ভেঙে যেভাবে নিজেকে তুলে ধরেছেন, তা প্রশংসার দাবি রাখে। গ্ল্যামারাস চরিত্র কিংবা আদ্যোপান্ত মশালা মুভির বাইরে গিয়ে অন্য ঘরানার সিনেমাতেও সাবলীল চাঙ্কিকন্যা। সেলেব-সন্তান হওয়ার বদৌলতে ক্যারিয়ারের গোড়ার দিকে কম কটাক্ষ শুনতে হয়নি। তার নামের সঙ্গে জুড়ে দেয়া হয় ‘নেপো-কিড’ তকমাও। তবে স্টারকিড হলেও নিজেকে প্রমাণ করেছেন বার বার। ‘কেশরী চ্যাপ্টার-২’ এর ঝলকেও অক্ষয় কুমারের পাশাপাশি নজর কেড়েছেন অনন্যা পাণ্ডে। যে ছবি মুক্তি পাচ্ছে আজ। এমন আবহেই অভিনেত্রীর মুকুটে জুড়লো নতুন পালক। বিখ্যাত আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থা ‘শ্যানেল’র বিজ্ঞাপনী মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন অনন্যা পাণ্ডে। যে তকমা এর আগে আর কোনো ভারতীয় তারকার নামের সঙ্গে যুক্ত হয়নি। সেদিক থেকে বলতে গেলে, অনন্যাই প্রথম ভারতীয় যিনি শ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইতিহাস গড়লেন। মঙ্গলবারই সংস্থার তরফে এই সুখবর দেয়া হয়েছে। অভিনেত্রী নিজেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সে খবর। অনন্যা জানিয়েছেন, এটাই হলো মুক্তির স্বাদ। প্রথম ভারতীয় হিসেবে শ্যানেলের জয়যাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত। আমার স্বপ্ন সত্যি হলো।