বিনোদন
হল বাড়লো ‘জংলি’র
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
ঈদের তৃতীয় সপ্তাহে এসেও দেশের প্রেক্ষাগৃহে পুরোদমে চলছে ঈদ সিনেমাগুলো। চাহিদা বেড়েছে সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমার। প্রথমদিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও পরে শো বাড়িয়ে দ্বিগুণ করা হয়। তৃতীয় সপ্তাহে এসে যা আরও বেড়ে তিন গুণ হয়েছে। গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে ২১টি শো চলছে। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে মাল্টিপ্লেক্সে মোট ২৮টি শো চলছে।