বিনোদন
অসুস্থ হয়ে হাসপাতালে সৃজিত মুখার্জী
বিনোদন ডেস্ক
(১০ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৯ অপরাহ্ন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জী। জানা যায়, হঠাৎ মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট শুরু হয় তার। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সকাল থেকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু কী হয়েছে এখনও ঠিক জানা যায়নি। চিকিৎসকরা জানান, সব টেস্টের রিপোর্ট হাতে না পেলে বলা যাবে না পরিচালকের কী হয়েছে। এমনকি তাকে কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে। পাশাপাশি তার পুরানো কোনো সমস্যা আছে কিনা সেটাও তারা দেখবেন। তবে পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সৃজিতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই তার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে আছেন। এমনকি তারা পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করে ইতোমধ্যে সমাজমাধ্যমে বার্তা দিচ্ছেন। এই পহেলা বৈশাখে নির্মাতার নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’ মুক্তি পেয়েছে। সৃজিতের কাঁধে এখন একাধিক ছবি ও সিরিজ তৈরির দায়িত্ব। আর এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।