বিনোদন
ওটিটিতে ফারিণের প্রথম সিনেমা
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
নাটক, সিনেমা এবং ওটিটিতে সমানতালে কাজ করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রতিটি মাধ্যমেই তার অভিনয় দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। এবার ফারিণ ভক্তদের জন্য সুখবর হলো তার অভিনীত প্রথম সিনেমা আসছে ওটিটিতে। ফারিণের প্রথম দেশীয় সিনেমা ‘ফাতিমা’। গত বছরের ২৪শে মে এটি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তারও আগে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ছবিটির। এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন সেখান থেকে। আন্তর্জাতিক মহলে এ ছবির মাধ্যমে বেশ প্রশংসাও কুড়ান ফারিণ। উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে এবার ১৭ই এপ্রিল বঙ্গতে মুক্তি পাচ্ছে ছবিটি।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ধ্রুব হাসান। সিনেমাটিতে একজন নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে গড়ে উঠেছে এক হৃদয়স্পর্শী গল্প। তাসনিয়া ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন- ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাসনিয়া ফারিণ জানান, ‘ফাতিমা’ মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল দারুণ অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফরমে। এটিও ভালো একটি খবর। আশা করছি, ওটিটিতে দর্শকরা ছবিটি খুব উপভোগ করবেন। এদিকে এর আগে, সিনেমাটি লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার।