বিনোদন
ফের অন্তরা হয়ে আসছেন ফারিয়া
স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ এ ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে তাকে সবাই অন্তরা নামেই চেনে। গেল বছর অভিনেত্রী মা হয়েছেন। এরপর থেকে শোবিজে অনিয়মিত হয়ে পড়েন। তবে চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, কাজ পুরোপুরি ছেড়ে দেননি। একটু বিরতি নিয়েছিলেন এবং এই বছরই খুব ভালো একটা কাজের সংবাদ দিবেন। এবার জানা গেল, দীর্ঘ আড়াই বছর পর ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ফাইভ আসতে চলেছে। সেখানেই অন্তরা চরিত্রের সঙ্গে ফিরবেন ফারিয়া। বৃহস্পতিবার বিকালে নতুন এই সিজন নিয়ে সুখবর দিয়ে নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন- দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট। একই পোস্টার শেয়ার করে ফারিয়া শাহরিনও জানান দেন, তিনিও ফিরছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সঙ্গে। উল্লেখ্য, ২০২২ সালের ২৪শে ডিসেম্বর প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর শেষ পর্ব। এরপর থেকেই দর্শকরা সিজন-৫ এর অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার প্রহর কাটতে চলেছে।