বিনোদন
প্রাক্তনকে দশে দশ দিলেন সামান্থা
বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, শনিবার
নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর আইনি বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু বিচ্ছেদের পরও প্রাক্তনকে ভুলতে পারেননি সামান্থা। সুন্দর পুরুষের তালিকায় হৃতিক রোশনের তুলনায় নাগাকেই এগিয়ে রাখলেন। ফুলমার্র্কস দিয়ে বললেন, হৃতিকের থেকেও হ্যান্ডসাম নাগা। তিনি নাগাকে দশে দশ দিলেন আর হৃতিককে দিলেন দশে আট। আর এটা শুনেই নেটিজেনদের জল্পনার শেষ নেই।