বিনোদন
১৬ দিনে দুই কোটি ছয় লাখ
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা। এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় ‘জংলি’র শো হাউজফুল যাচ্ছে। এবার মুক্তির ১৬ দিনে ছবিটি কতো আয় করেছে তা জানালেন পরিচালক এম রাহিম। তিনি জানান, ১৬ দিনে ‘জংলি’র গ্রস কালেকশন (টিকিট বিক্রির মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা।