বিনোদন
প্রেক্ষাগৃহে আসছে ইরফান সাজ্জাদের ‘আলী’
স্টাফ রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
ঈদুল আজহায় অভিনেতা ইরফান সাজ্জাদ অভিনীত ‘আলী’ সিনেমা মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা বিপ্লব হায়দার। শেষ মুহূর্তে অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। তবে, চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৮ই জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘আলী’। অটিজমে আক্রান্ত আলী নামের এক ব্যক্তি ও তার বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আলী’। আলী একজন বাকপ্রতিবন্ধী। অ্যাকশনের পাশাপাশি এই সিনেমায় নির্মাতা তুলে ধরেছেন ভাই-বোনের ভালোবাসা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। সিনেমাটি নিয়ে ইরফান বলেন, দুই ভাই-বোনের ইমোশনই ‘আলী’ সিনেমার প্রাণ। আমি বাকপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছি। পুরো সিনেমায় আমাকে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয়েছে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। শুটিং শুরুর চার মাস আগে থেকে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম। এ ছাড়া তিনি আরও যোগ করেন, সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, যারা অটিজম নিয়ে কাজ করে, তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেছি, শিখেছি। পর্দায় আলী হয়ে উঠতে কোনো ছাড় দেইনি। চেষ্টা করেছি, দর্শক আমাকে সব সময় যেভাবে দেখেছেন, সেই লুকটা থেকে বের হয়ে আসতে। দর্শক হলে গেলে তৃপ্তি নিয়ে ফিরবেন- এটা আমার বিশ্বাস। উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পায় ইরফানের প্রথম সিনেমা ‘মন জানে না মনের ঠিকানা’। পরের বছর প্রেক্ষাগৃহে আসে ‘ভালোবাসা এমনই হয়’। এ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। গত বছরের শেষদিকে মুক্তি পায় ইরফান অভিনীত সিনেমা ‘ভয়াল’।