বিনোদন
মাস শেষে কতো আয় করলো ‘উৎসব’
স্টাফ রিপোর্টার
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
বর্তমানে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে ‘উৎসব’র সর্বোচ্চ শো চালানো হচ্ছে। দিন যত যাচ্ছে, দর্শক আগ্রহ ততই বাড়ছে। তাই তো মুক্তির ২৯ দিনের পর দেশের প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটির টিকিট বিক্রি ছাড়িয়েছে ৫ কোটি টাকা। নির্মাতা তানিম নূর বলেন, প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে, দর্শকের যে ভালোবাসা পাচ্ছি- সেটা অভূতপূর্ব। ‘উৎসব’ যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে।