বিনোদন
কাকা-ভাইঝির রসায়ন
বিনোদন ডেস্ক
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
প্রকাশ্যে এলো রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির ফার্স্ট লুক। ছবিতে চল্লিশের রণবীরের বিপরীতে কুড়ির সারা অর্জুনকে দেখা যাবে। ছবিতে তাদেরকে বেশ আবেগঘন মুহূর্তে দেখা গেছে। দু’জনেই একে-অপরের বেশ কাছাকাছি। ওই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা। রণবীর আর সারাকে দেখে কেউ কেউ দাবি করছেন, কাকা-ভাইঝির মতো লাগছে।