বিনোদন
৫০ বছর পূর্তিতে সোল্সের কনসার্ট
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
সোল্স ব্যান্ডের আত্মপ্রকাশের ৫০ বছর হয়ে গেল। পথ চলার এই মাইলফলক ছুঁয়ে আপ্লুত গানের এই দলটি। এ উপলক্ষে জন্মস্থান চট্টগ্রামেই তারা গাইতে চলেছে আনপ্লাগড কনসার্টে। আগামী ২রা মে র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোল্স আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’- শিরোনামের কনসার্টটি। কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। ২রা মে শুক্রবার রাত ৮টায় কনসার্টটি অনুষ্ঠিত হবে।