বিনোদন
‘অ্যালিস মিরান্ডা’র বাংলা প্রিমিয়ার
স্টাফ রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
বুদ্ধিমতী মেয়ে অ্যালিস মিরান্ডা। স্কুলের ছুটিতে সে তার বন্ধুদের সঙ্গে একটি রাজকীয় অনুষ্ঠানে যায়। সেখানে তারা নতুন রহস্যের মুখোমুখি হয়। রাজপ্রাসাদে অভিযানের গল্প নিয়ে দুরন্ত টিভি’র নতুন সিনেমা ‘অ্যালিস মিরান্ডা- অ্যা রয়্যাল ক্রিসমাস বল’। সিনেমাটির কণ্ঠাভিনয় নির্দেশনা দিয়েছেন শরীফ হাসান চৌধুরী (সৌদ)। দুরন্ত টিভিতে ছবিটির বাংলা প্রিমিয়ার প্রচার হবে আজ সকাল ১০টায়।