শিক্ষাঙ্গন
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন

দেড় সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করেন কিছু পরীক্ষার্থী। সোমবার পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছিলেন তারা। বিকেল সোয়া ৪টায় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় অবরোধকারী শিক্ষার্থীরা।
এসময় কয়েকজন শিক্ষার্থীকে আটকও করে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম জানান, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষার্থীদের চার দফা দাবি হলো, ৫০ মার্কের পরীক্ষা নেয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেয়া।
এর আগে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে আসে। এসময় এই সড়কে বন্ধ হয়ে যায় যানচলাচল। শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেয়ার হোক। এ সময় আইসিটি পরীক্ষা না নেয়ার দাবিও জানানো হয়।