শিক্ষাঙ্গন
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৭ আগস্ট ২০২৩, সোমবার, ৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন

দেড় সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করেন কিছু পরীক্ষার্থী। সোমবার পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছিলেন তারা। বিকেল সোয়া ৪টায় পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় অবরোধকারী শিক্ষার্থীরা।
এসময় কয়েকজন শিক্ষার্থীকে আটকও করে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক তদন্ত শাহ আলম জানান, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে নামে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষার্থীদের চার দফা দাবি হলো, ৫০ মার্কের পরীক্ষা নেয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেয়া।
এর আগে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এরপর মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান নেয়। সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে আবার সায়েন্সল্যাব মোড়ে আসে।
পাঠকের মতামত
যে কয়টা পড়ালেখা করে না সেই গুলাই আন্দলোন করছে। দুই দিন পর পরিক্ষা সেই চিন্তা নাই, বৃষ্টির মধ্যে রাস্তায় বসে আছে।
একটা কারণ তো যথার্থ! ডেঙ্গুর প্রকোপে শিক্ষার্থী ও অভিভাবকগণ সদা তটস্থ ও উৎকণ্ঠিত! শিক্ষার্থীদের অনেকেই জ্বর নিয়েই ক্লাসে ও কোচিংএ যাচ্ছে! এব্যাপারে স্কুল পরিদর্শনে স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ শুধুমাত্র উৎকণ্ঠার মধ্যে আটকে আছে! সরকার সব কিছুতেই রাজনীতি ও ষড়যন্ত্র খোঁজে! আমার মনে হয় বিষয়টি জটিল নয়, অল্পতেই সমাধান সম্ভব!
ডেঙ্গু মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সারাদেশে। সরকার আছে ক্ষমতা দখলে রাখার কৌশলে। পরীক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পরীক্ষা দেবে কিভাবে সেই চিন্তা নেই। চট্টগ্রাম নগরী ডুবে গেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা সহ সারা দেশে প্রবল বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতায় মানুষের জীবন সংকটের মধ্যে। গ্রামে গঞ্জে বিদ্যুৎ থাকেনা। ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারেনা। বহু শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত। তারা কিভাবে পরীক্ষা দেবে? সুতরাং পরীক্ষা পিছিয়ে দেওয়াটাই যুক্তিসঙ্গত। শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়।
ডেঙ্গু মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সারাদেশে। সরকার আছে ক্ষমতা দখলে রাখার কৌশলে। পরীক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পরীক্ষা দেবে কিভাবে সেই চিন্তা নেই। চট্টগ্রাম নগরী ডুবে গেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা সহ সারা দেশে প্রবল বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতায় মানুষের জীবন সংকটের মধ্যে। গ্রামে গঞ্জে বিদ্যুৎ থাকেনা। ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারেনা। বহু শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত। তারা কিভাবে পরীক্ষা দেবে? সুতরাং পরীক্ষা পিছিয়ে দেওয়াটাই যুক্তিসঙ্গত। শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়।
এটার পিছনে একটা কিন্তু থাকতে পারে। সাংবাদিক ভাই খুঁজে দেখুন। এতটা মিডিয়া কাভারেজ সন্দেহজনক।
মন্তব্য করুন
শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়/ পরীক্ষা দিতে এসে হামলার শিকার ছাত্রদল নেতা, প্রক্টর তুলে দিলেন পুলিশের হাতে
ক্লাস শুরু ৮ই অক্টোবর/ একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]